চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলামের নামে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ আলী দফাদার। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আতিকুর রহমান লেন্টুর দোকানের সামনে সমাবেশ করে।
এ সময় উপজেলা বিএনপির সাবেক নেতা ও পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান, যুব বিষয়ক সম্পাদক তৌহিদূর রহমান উজ্জ্বল, প্রভাষক খাইরুজ্জামান, সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক ইসা খা, পাতিবিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক দুলাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দীক, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, সদস্য কামরুল ইসলাম, এম ইলিয়াস আলী, যুবনেতা মাষ্টার কামরুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আল-আমিন হোসেন, সহ-সাধারন সম্পাদক বিএম বাবু, উপজেলা ছাত্রদল নেতা মাজিদুল ইসলাম, ইমরান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশ থেকে বক্তারা সার ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টুর গ্রেপ্তারের দাবি জানান। বক্তারা বলেন, আতিকুর রহমান লেন্টুকে গ্রেপ্তার না করলে আগামী বৃহস্পতিবার চৌগাছা বাজারে হরতাল ডাকা হবে।
উল্লেখ্য, সম্প্রতি সার ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টু উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলামকে জড়িয়ে চৌগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ নিয়ে একাধিক স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচার করা হয়। এর প্রতিবাদে উপজেলা এবং পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্