চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় শহিদ ওসমান হাদির গায়েবানা জানাজা এবং তার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল চারটায় চৌগাছা পাইলট হাইস্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদের সভাপতিত্বে গায়েবানা জানাজা শেষে একটি বিক্ষোভ মিছিল চৌগাছা শাহাদৎ পাইলট মডেল হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি চৌগাছা কামিল মাদ্রাসায় এসে শেষ হয়।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
জানাজা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহাম্মেদ, বিএনপির চৌগাছা উপজেলা সহসভাপতি ইউনুস আলী দফাদার ও বিএনপির চৌগাছা পৌরসভাপতি সেলিম রেজা আউলিয়ার, শিবের সাবেক ছাত্র নেতা ফাহিম হাসান প্রমুখ।
এ সময় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

