চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় এবার সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। সোমবার স্বরুপদাহ ইউনিয়নের হিজলী গ্রামের সরকারি জমি থেকে ৪টি মেহগনি গাছ কেটে বিক্রি করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে মঈন উদ্দীন নামে এক ব্যাক্তি চৌগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় বিএনপি নেতা হিজলী গ্রামের কামাল হোসেন (৪৮) ও জাকির হোসেন (৪৪) হিজলী গ্রামের একটি মাদ্রাসার সরকারি জমি থেকে ৪টি মেহগনি গাছ কেটে বিক্রি করে দেন।
বাদী মঈন উদ্দীন জানান, অভিযুক্তরা বিএনপির নাম খারাপ করতেই নানা অপকর্ম করে চলেছে। আমরা তাদের বিরত করতে ব্যর্থ হচ্ছি। আজ তারা মাদ্রাসার সরকারি গাছ কেটে বিক্রি করেছে।  যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। বিষয়টি জানতে পেরে এলাকাবাসীর পক্ষে আমি বাদী হয়ে চৌগাছা থানায় লিখিত অভিযোগ করেছি। বিকেলে পুলিশ এসে ছিলো।
অভিযুক্ত কামাল হোসেন জানান, আমরা মাদ্রাসার উন্নয়নের জন্য গাছ ৪টি কেটে ১ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করেছি। এক প্রশ্নে জবাবে তিনি বলেন, আমরা এ মাদ্রাসার কমিটি গঠন করার জন্য কয়েকবার গ্রামের লোকজন ডেকেছি। আজ পর্যন্ত কমিটি গঠন করা সম্ভব হয়নি। প্রশাসনের অনুমতি ছাড়া কিভাবে গাছ বিক্রি করলেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বিএনপি করি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাটা সরকারি গাছ গুলি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, বলেন বিষয়টি আমি জেনেছি। অভিযোগের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version