বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছা উপজেলার একাধিক ইউপি মেম্বর সরাসরি মাদক কারবারিতে জড়িত। তাদেরকে আমি যেহেতু চিনি, ইউপি চেয়ারম্যানরাও চিনেন। আমি এখানে তাদের নাম বলছি না। তাই মাদক কারবারি দমনে সকলকে একসাথে কাজ করতে হবে।
বৃহস্পতিবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এভাবেই বক্তব্য দেন চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী। তিনি আরও বলেন, মাদক কারবারি যেই হোক, আর যতো শক্তিশালীই হোক, তার ছাড় নেই ।’
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান। ওসির বক্তব্যের সমর্থন জানিয়ে ইউপি চেয়ারম্যানদের মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান তিনি। একই সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আরও কঠোর হওয়ার আহবান জানান এসএম হাবিবুর রহমান।
সভায় আরও বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি, সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খাতুন, প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ।