চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে সাকিব হোসেন (১৩) নামের এক মানসিক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত সাকিব পৌরসভার ৫ নং ওয়ার্ডের কোল্ডস্টোর পাড়ার উজ্জ্বল হোসেনের ছেলে।

নিহতের প্রতিবেশিরা জানান, সাকিব শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছিল। ঘটনার দিন সকাল থেকে সাকিবকে খুজে পাওয়া যাচ্ছিল না। বেলা ১১ টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন। সাকিবের স্বজনরা জানান, সে জন্ম থেকেই শারীরিক ও মানসিক রোগী ছিল।

চৌগাছা সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরইয়া পারভীন বলেন, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে। চৌগাছা থানার ডিউটি অফিসার এএসআই মিরাজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

Share.
Exit mobile version