বাংলার ভোর প্রতিবেদক
‘শুরুটা হোক আমাদের হাত ধরে’ এই স্লোগানে শুক্রবার বেলা ১১ টায় পালবাড়ি পাগলাদাহ কলোনির মোড়ে ছিন্নমূল সমাজ কল্যাণ সংস্থা যশোরের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে অর্ধশতাধিক শীতবস্ত্র চাদর বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ফরহাদ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন। বিশেষ অতিথি ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন মদন, সংগঠনের উপদেষ্টা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনির, উপদেষ্টা আনোয়ার হোসেন মধু, ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য টিটো,  নয়ন ইসলাম, রমযান খান, মো. তৌসিফ, দোলা রহমান, মো. রিয়াদ, আরিফ হোসেন, আফ্রিদি, আফিয়া জাহিন, রাকিব হুসাইন, মো. নিশান, রিফাজুল ইসলাম, গোলাম মোস্তফা, মো. রকি, মো. হাফিজ, মো. চয়ন, হৃদয়, মো. ইয়াছিন, মো. রিহাদ, আলামিন, অয়ন, মো. রাশেদ, মো. নয়ন, রাসেল প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম টিটো। সংগঠনের প্রতিষ্ঠাতা ফরহাদ শেখ  বলেন, ছিন্নমূল সমাজ কল্যাণ সংস্থা সংগঠনটি ২০১৯ সালে আত্মপ্রকাশের পর থেকে সদস্যদের দৈনিক ১ টাকা চাঁদার বিনিময়ে সমাজে অসহায় ও ছিন্নমূল মানুষদেরকে সহযোগিতা করে আসছে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version