ঝিকরগাছা প্রতিনিধি
চারপাশে বেগুন, বাঁধাকপি, ফুলকপি আর পটলের ক্ষেত। মাঝখানে একটি বোরোধানের বীজতলা।
চরিপাশে নানা রকম শীতকালীন সবজি ক্ষেতের মাঝে পলিথিনে মোড়ানো একটুকরো সবুজ ক্ষেত। দেখে বোজার উপায় নেই ওটা কী। কাছে গেলে বোঝা যায় সেটি একটি বীজতলা। সবজি ক্ষেতের মাঝেই এই শুকনো জমিতে বীজতলা দেখে অবাকই লাগে। কিন্তু তারপরও এটা সত্য। এমনই বীজতলার দেখা মিলেছে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বোধখানা গ্রামের মাঠে মাঠে।
এ অঞ্চলে দিনদিন শুকনো এ বীজতলা জনপ্রিয় হয়ে উঠছে। বিগত কয়েক বছরে শুকনো এ বীজতলার সংখ্যা বেড়েছে কয়েকগুণ। লাভের অংকটা ভালো হলে আগামীতে এই পদ্ধতিতে উপজেলার অধিকাংশ কৃষক শুকনেনা বীজতলা করবেন বলে আশা কৃষি বিভাগের।
চলতি বোরো-ইরি মৌসুমে শুকনো বীজতলা করেছেন উপজেলার বোধখানা ও বারবাকপুর গ্রামের অন্তত ১০ জন কৃষক। এ গ্রামের বেলেমাঠপাড়ার কৃষক সফিকুল ইসলাম বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা আইয়ুব হোসেনের পরামর্শে শুকনো এ বীজতলা তৈরি করেছি। এতে খরচ কম, অপেক্ষাকৃত রোগব্যাধিও কম হয়। কুয়াশা ও শৈত্যপ্রবাহে বীজতলার তেমন ক্ষতি হয় না। ২০ দিন বয়স হলেই পাতা (চারা) লাগানো যায়।
একই গ্রামের ওসমান গণী, শাহজান কবীর, শফিকুল ইসলাম (দক্ষিণপাড়া) শুকনো বীজতলা করেছেন। ওসমান গণী বলেন, এক মিটার চওড়া ১০ মিটার লম্বা (সুবিধা মতো) বেড করে চারপাশে চলাফেরা ও আলো-বাতাস প্রবাহের জায়গাসহ পানি দেয়ার জন্য নালা রাখতে হয় আদর্শ বীজতলায়। এক শতক জমিতে আদর্শ বীজতলা করতে ৩-৪ কেজি বীজ লালগলেও প্রচলিত পদ্ধতিতে বীজতলা করতে তার চেয়ে বেশি বীজ লাগে।
কৃষি বিভাগ জানায়, শুকনো বীজতলা তৈরির জন্য শুকনো বেডে (হালকা রস বা জো ওয়ালা) কলানো বীজ ধান ছিটিয়ে জৈব সার দিয়ে সাদা পলিথিনে ঢেকে দিতে হবে। মাঝে মধ্যে পলিথিন উঠিয়ে বেড যদি বেশি শুকনো লাগে, তাহলে ঝাঝরি দিয়ে অল্প পরিমাণে পানি দিতে হবে। তবে শীতকালে কুয়াশার কারণে পলিথিন ঘেমে প্রয়োজনীয় পানি বেডে পড়ে তাই অতিরিক্ত পানি দেয়া লাগে না। পলিথিনে ঢাকা থাকায় শুকনো বীজতলায় রোগব্যাধি, পোকামাকড়ের আক্রমণ, শৈত্যপ্রবাহ ও কুয়াশা কোন ক্ষতি হয় না।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ বলেন, শুকনো এ বীজতলার খরচ এবং ঝুঁকি অনেক কম। শুকনো বীজতলা পলিথিনে ঢাকা থাকায় তাপমাত্রা নিয়ন্ত্রণের ফলে সঠিক সময়ে সুস্থ সবল চারা পাওয়া সম্ভব হয়। এতে করে কৃষক লাভবান হওয়ায় দিনদিন এ বীজতলার জনপ্রিয়তা বাড়ছে।
শিরোনাম:
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়
- ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’
- পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কোচ সংকটে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন চলাচল
- শব্দ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী; যশোরে তিনদিনের নাট্য উৎসব হবে
- অভয়নগরে রবিউল হত্যা ওয়াহিদুলের রিমান্ড মঞ্জুর
- যশোর চেম্বার অব কমার্স সভাপতি মিজান খান ও সম্পাদক সোহান নির্বাচিত
- কেশবপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআন ধরানো অনুষ্ঠান ও পরিচিত সভা