বাংলার ভোর প্রতিবেদক:
জমি জোরপূর্বক দখল, চাঁদাবাজি, মিথ্যা মামলায় হয়রানি এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন যশোর সদর উপজেলার রূপদিয়া (চাঁচড়া) এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম। সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরের হলরুমে আয়োজিত এই সংবাদ সম্মেলন তিনি ন্যায়বিচার চেয়ে প্রশাসন সহযোগিতা কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম জানান, ১৯৯১ সালে তার পিতা লোকমান মোড়ল রূপদিয়ায় ৩৯ শতক জমি ক্রয় করে করেন। তিনি সেই জমি ভোগ দখল করে আসছিলেন।

জমিটি সরকারি ১/১ খতিয়ানভুক্ত হওয়ায় তিনি সরকারের বিরুদ্ধে যশোর জজ কোর্টে স্বত্ব প্রচারের মামলা (মামলা নং- ৫২৫/২৪) দায়ের করেন, যা বর্তমানে চলমান রয়েছে।

তিনি অভিযোগ করেন, মামলা চলাকালীন সময়ে স্থানীয় শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, ইনামুল হক, সিরাজ মেম্বার, আজিজুল, আব্দুল খালেক, রফিকুল ইসলাম ও জাকিরসহ আরও কয়েকজন সন্ত্রাসী তার জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে।

শহিদুল ইসলাম জানান, আদালত নিষেধাজ্ঞা জারির পরেও আসামিরা জমি দখলের চেষ্টা করেছর ও তার স্ত্রী-সন্তানদের জানে মেরে ফেলার হুমকি দেয় ও মামলা তুলে নিতে চাপ দেয়। এ ঘটনায় তিনি আদালতে ১০৭/১১৪/১১৭ সি. ধারায় মামলা দায়ের করেন।

তিনি আরও অভিযোগ করেন, জামিন নেওয়ার পর আসামিরা তার বাড়িতে ভাঙচুর চালায় এবং ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। নিরুপায় হয়ে তিনি বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে চাঁদাবাজির মামলা (সি/আর-৭৫/২৫) দাখিল করেন, যা বর্তমানে কোতোয়ালি থানায় তদন্তাধীন।

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম তার স্ত্রী আলেয়া বেগম এবং মেয়ে আয়শা খাতুনকে সাথে নিয়ে এই প্রতারণা, সহিংসতা ও মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Share.
Exit mobile version