বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার খোঁজারহাট মধ্যপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের চারজনকে মারপিটে জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই গ্রামের আব্দুল্লাহ আল মামুন (৬৫) তার আপন ভাই জয়নাল আবেদীনসহ (৬৮) চারজনের নামে মামলাটি করেন।
অন্য আসামিরা হলেন, খোঁজারহাট গ্রামের হুমায়ুন কবির (৪৫), হাশেম বিশ্বাস (৭০) ও তার ছেলে নান্নু (৪৮)।
এজাহারে আব্দুল্লাহ আল মামুন উল্লেখ করেছেন, পৈত্রিক জমি নিয়ে আসামিদের সাথে তার বিরোধ চলে আসছে। গত সোমবার জমি শরীকদের মধ্যে ভাগবাটোয়ারা নিয়ে বসার জন্য তাকে ডাক দেয় আসামি জয়নাল আবেদীন।
তিনি সকাল ৯টার দিকে গ্রামের মসজিদের পাশে গেলে আসামিরা তাকে মারপিট করে। এবং তার পকেট থেকে ৭০ হাজার টাকা কেড়ে নেয়। এ সময় তার স্ত্রী রোকসানা বেগম (৫৪) ও দুই ছেলে তৌহিদুর রহমান (২৭) ও মোস্তাফিজুর রহমান (৩২) ঠেকাতে এগিয়ে গেলে তাদেরকেও মারপিটে জখম করে। তার স্ত্রীর পরনের কাপড় টেনে শ্লীলতাহানী ঘটায়। এবং ৬০ হাজার টাকা দামের একটি সোনার চেইন ছিনিয়ে নেয়। পরে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তারা চারজনই যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এবং থানায় মামলা করেন।