জয়তা সোসাইটি যশোরের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জয়তী সোসাইটি পরিচালিত সৌরভ মহিলা উন্নয়ন সংগঠনের সভানেত্রী বিলকিস বেগমের সভাপতিত্বে ৫ নং উপশহর ইউনিয়নের কিসমত নওয়াপাড়ায় সংগঠনের আয়োজনে এবং পিকেএস পরিবার কল্যাণ সমিতির সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে চোখের ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনসহ লেন্স বসানোর এবং অন্যদেরকে চশমার ব্যবস্থা করা হয়।
ক্যাম্পে ২৫ জনের চোখে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। এছাড়া ৫ জনকে চশমা প্রদান এবং ৮৩ জনকে ব্যবস্থাপত্র দেয়া হয়।
ক্যাম্পে রোগী দেখেন পিকেএস পরিবার কল্যাণ সমিতি যশোরের মেডিকেল অফিসার ডা. তামান্না খান আভা। উপস্থিত ছিলেন পিকেএস পরিবার কল্যাণ সমিতির এমআইএস কর্মকর্তা শাহিন হোসেন, ওটি অর্গানাইজার মফিজুর রহমান, স্টাফ নার্স মিতা গুপ্তা, সহকারী নার্স হালিমা খাতুন মলি।
চক্ষু ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন উপশহর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোয়াজ্জেম হোসেন। উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান, স্বাস্থ্য ম্যানেজার শামীমা খাতুন, ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার, শাহানাজ পারভীন রুপা, শাহিনা আক্তার সীমা, স্বাস্থ্য সহকারী সাদিয়া আফরিন, পলি কুন্ডু, কমিউনিটি সংগঠক রোজিনা আক্তার, রত্না খাতুন প্রমুখ।- প্রেস বিজ্ঞপ্তি