বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার চুড়ামনকাটির ইউনিয়নের আব্দুলপুর গ্রামের মাঠে সৌর শক্তি চালিত সেচ পাম্প স্থাপন করা হয়েছে। শনিবার সকালে জাগরণী চক্র ফাউণ্ডেশনের বাস্তবায়নাধীন জলবায়ুবান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন প্রকল্পের আওতায় এ সেচ পাম্প উদ্বোধন করা হয়। স্থানীয় নারী সমবায় সমিতির মাধ্যমে স¦ল্প খরচে কৃষি উৎপাদনে সেচ কাজে পরিচালিত হবে এ পাম্প কৃষকদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখবে।
ফিতা কেটে সৌরশক্তি চালিত রসচ পাম্প স্থাপনের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মোশাররফ হোসেন। এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গোলাপ নারী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি রেবেকা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোতাসীম আহমেদ, যশোর হর্টিকালচারের উপ-পরিচালক দীপংকার দাস, অতিরিক্ত উপপরিচালক প্রতাপ কুমার মন্ডল, হেইফার ইন্টারন্যাশনাল-বাংলাদেশ যশোরের আঞ্চলিক কর্মকর্তা মনিরা সুলতানা, জাগরণী চক্র ফাউণ্ডেশনের প্রোডাকশন এণ্ড মার্কেটিং ফ্যাসিলিটেটর গৌতম ঘোষের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাগরণী চক্র ফাউণ্ডেশনের প্রকল্প সমন্বয়কারী দিদারুল আলম, জেলা সমবায় পরিদর্শক সেলিম হোসেন, নাজিমুল ইসলাম, হেইফার ইন্টারন্যাশনাল-বাংলাদেশ যশোরের কনসালটেন্ট তানভীর আহমেদ, জাগরণী চক্র ফাউণ্ডেশনের মার্কেটিং অফিসার নাজিম উদ্দিন, পিএমএফ আফরোজা বেগম, আলমগীর হোসেন, মারুফ হোসেন, জিয়াউর রহমান ও পবিত্র মন্ডল, গোলাপ নারী উন্নয়ন সমবায় সমিতির সম্পাদক আব্দুল আলিম। আলোচনা সভা শেষে সৌর শক্তি চালিত সেচ পাম্পের চাবি হস্তান্তর করা হয়।