চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ড কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চৌগাছা ছারাপাইলট বালিকা বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৭ নং ওয়ার্ড জামায়াতের সভাপিত সাবেক কাউন্সিলর আব্দুর রহমান।

সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতে ইসলামী মনোনীত যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দেশের বেকার যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করা হবে। বেকারের সংখ্যা কমে আসলে উন্নয়ের দিকে এগিয়ে যাবে দেশ। কমে আসবে চুরি-ডাকাতি, ছিনতাই-চাঁদাবাজী ও সন্ত্রাস। সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন, ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, নায়েবে আমির মাওলানা নূরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, সহকারি সেক্রেটারি মাস্টার রহিদুল ইসলাম খান, ও সাবেক পৌর প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, পৌর জামায়াতের সেক্রেটারী ডা. জিল্লুর রহমান প্রমুখ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version