কালিগঞ্জ সাংবাদদাতা

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসা বার্ষিক পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়েছে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুল আজিজ আল কাদেরীর সভাপতিত্বে

মঙ্গলবার সকাল ১০ টা সময় ফলাফল প্রকাশ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ রহমতুল্লাহ, নাত শরিফ পরিবেশন করেন হাফেজ মারুফ বিল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক মেম্বার হাবিবউল্লাহ বাহার, সাবেক বিজিবি সদস্য আব্দুর রাজ্জাক, নুর আহমেদ সুরুজ, শওকত আলী ঢালী, নুরুল ইসলাম, মাওলানা আরিফ বিল্লাহ আল কাদেরী, মাওলানা আব্দুল মমিন আলী, শহিদুর রহমান, শামছুর রহমান, মতিয়ার রহমান মোড়ল, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির ৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান (মনু), গোলাম মহিউদ্দিন মোড়ল, মনিরুল ইসলাম বুরুজ, শফিকুল ইসলাম (সফি)সহ শিক্ষক কর্মচারী অভিভাবক ও অভিভাবিকা উপস্থিত ছিলেন।

প্রথম শ্রেণী থেকে ১০ শ্রেনী পর্যন্ত প্রকাশিত ফলাফলে শিশু শ্রেণি ৩১ জন শিক্ষার্থী, প্রথম শ্রেণি ৩৩ জন শিক্ষার্থী, ২য় শ্রেণি ২৯ জন শিক্ষার্থী, তৃতীয় শ্রেণি ৪৬ জন শিক্ষার্থী, ৪র্থ শ্রেণি ২৫ জন শিক্ষার্থী, ৫ম শ্রেণি ৩৫ জন শিক্ষার্থী, ৬ষ্ঠ শ্রেণি ২২ জন শিক্ষার্থী, ৭ম শ্রেণি ৩২ জন শিক্ষার্থী, ৮ম শ্রেণি ২৩ জন শিক্ষার্থী, ৯ম শ্রেণি ৩১ জন শিক্ষার্থী, ১০ম শ্রেণি ২৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন।

৬৬ জন শিক্ষার্থীকে নিয়মিত উপস্থিতির কারণে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠান শেষে মিলাদ শরীফ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আরিফ বিল্লাহ আল কাদেরী। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক ইয়াছিন আলী, আব্দুল্লাহ আল মামুন।

Share.
Exit mobile version