বাংলার ভোর প্রতিবেদক
জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ যশোর জেলা কমিটির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও নারী জোটের আহবায়ক নুরজাহান মজিদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা শনিবার সকালে দলীয় কার্যালয়ের অনুষ্ঠিত হয়েছে।
জাসদের কার্যকরী সভাপতি ও যশোর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম এতে প্রধান অতিথি ছিলেন।
জাসদের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদের সভাপতিত্বে এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, সহ সভাপতি আহসান উল্লাহ ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কায়েস, সদর উপজেলা জাসদের সহ সভাপতি মাষ্টার নুর ইসলাম, প্রয়াত নুরজাহান মজিদের কন্যা ফারজানা শারমিন, জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক আবুল বাশার মুকুল, জাসদ নেতা মতিউর রহমান পপি, বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) সভাপতি তাজুল ইসলাম প্রমুখ। স্মরণসভাটি সঞ্চালনা করেন জাসদ যশোর পৌর কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান বাবর।
