জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পৌর শহরের প্রাইড প্রি ক্যাডেট স্কুলের আয়োজনে পিঠা উৎসব পালিত হয়েছে।
শনিবার দিনব্যাপি স্কুলপ্রাঙ্গণে আয়োজিত এ পিঠা উৎসবে বিভিন্ন ধরনের দেশীয়-ভাপা, চিতই, পাটিসাপটা, দুধপুলি, তেলসহ নানা স্বাদের পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়।

উৎসবে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শীতকালীন ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রাইড প্রি ক্যাডেট স্কুলের পরিচালক মাসুদ পারভেজ রানা বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শিকড়ের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়া ও শীতকালীন ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ উৎসবের আয়োজন।

Share.
Exit mobile version