জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগর উপজলোর আন্দুলবাড়য়িা ইউনয়িনরে কুলতলা গ্রামে পাখি ভ্যান থেকে পড়ে সামেনা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে কুলতলা মসজিদের সামনে পাকা রাস্তার উপর এই দুর্ঘটনা ঘটে। নিহত সামেনা খাতুন একই গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী।
জানা গেছে, সামেনা খাতুনসহ তিন মহিলা বেলা ১১ টার দিকে কুলতলা গ্রাম থেকে পাখি ভ্যানে করে আন্দুলবাড়য়িা ইউনয়িন পরষিদে যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁচালে একটি ছোট বাচ্চা হঠাৎ করে ভ্যানের সামনে চলে আসে। সে সময় শিশুটিকে রক্ষা করতে গিয়ে ভ্যানটি উল্টে যায়। এতে ভ্যানচালকসহ যাত্রীরা রাস্তায় পড়ে মারাত্মকভাবে আহত হন।
এ সময় সামেনা খাতুন মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জীবননগর থানার অফিসার ইনর্চাজ মামুন হোসনে বিশ্বাস জানান, আমরা দুর্ঘটনার খবর শুনেছি। ঘটনাটি তদন্তর্পূবক পরর্বতীতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।