জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগে অজ্ঞাত দুর্বৃত্তদের দেয়া আগুনে তিন বিঘা ধানসহ বিচুলি পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার দিবাগত রাত আনুমানিক পৌনে ১টায় উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
যাদবপুর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক মহিদুল ইসলাম (৪৫) চার বিঘা জমির ধান কেটে বাড়ির সামনে গাদা দেন।
শনিবার রাত আনুমানিক ১ টার দিকে ধানের গাদায় আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা মিলে আগুন নেভানোর চেষ্টা করেন এবং জীবননগর ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস এসে রাত দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। চার বিঘা ধানের মধ্যে তিন বিঘা ধানসহ বিচালি সম্পূর্ণ পড়ে ছাই হয়ে যায়।
জীবননগর ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা যায়, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছাই এরপর আমরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসি। প্রাথমিকভাবে শত্রুতামূলক ভাবে কেউ আগুন ধরিয়ে দিতে পারে বলে মনে হয় ।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) রিপন কুমার দাস জানান, আমরা আগুন লাগার ঘটনাটি শুনেছি।
বিষয়টি দুঃখজনক। তবে এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। থানায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
