জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে মহিলা বিভাগের উপজেলা বিভাগীয় সেক্রেটারি সুমাইয়া নূর সিদ্দিকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন। তিনি বলেন, আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করি। ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্যই আমাদের আগামীর নির্বাচন। শহিদদের রেখে যাওয়া কাজ সমাপ্ত করার জন্য আমাদের আগামীর নির্বাচন, আমাদের এই নির্বাচন অধিকার আদায়ের নির্বাচন। আমরা আর কোন চাদাবাজ টেণ্ডারবাজ দেখতে চাই না, ১৮ কোটি মানুষের হাত কাজ দেয়ায় আমাদের লক্ষ্য। এইটা আমরা মুখে বলছি না আমরা বাস্তবে কাজ করে দেখিয়ে দিতে চাই।

এ সময় আরো উপস্থিত ছিলেন মহিলা বিভাগের যশোর-কুষ্টিয়া আঞ্চলিক সহকারী পরিচালক ফিরোজা ইয়াসমিন বিউটি, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, জেলা তালিমুল বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, জেলা মাজলিসুল মোফাসসিরিনের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, মাওলানা সাইদুল ইসলাম, উপজেলা প্রচার ও আইটি সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা বায়তুলমাল সম্পাদক আসাবুল হক মল্লিক, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, পৌর আমির মাওলানা ফিরোজ হোসেন, পৌর যুব বিভাগের সভাপতি আরিফ জোয়ার্দার, হাসাদহ ইউনিয়ন আমির আখতারুজ্জামান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আমির হাজী আব্দুর রহমান মাষ্টার ও উথলী ইউনিয়ন আমীর মাওলানা আরিফুল ইসলাম। সমাবেশ পরিচালনা করেন, উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version