বাংলার ভোর প্রতিবেদক
জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে হতাহতরা জাতীয় বীর। শহীদ ও আহতদের আত্মত্যাগে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। জাতির অগ্রগতিতে পাথেয় হয়ে থাকবে তাদের এ অবদান। মঙ্গলবার সন্ধ্যায় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে যশোর সেনানিবাসে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

জেএম ইমদাদুল বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে এককাতারে দাঁড়িয়ে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছেন যশোর এরিয়ার অধীন ১১ জেলার ছাত্র-জনতা। আগামীতেও একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নেবেন বলে আমরা আশা করি। ইফতার মাহফিলের আগে জিওসি জুলাই অভ্যুত্থানে আহত আমন্ত্রিত আহতদের সঙ্গে কুশলবিনিময় করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যশোর এরিয়ার অধীন ১১ জেলায় আহতদের মধ্যে ৩৭ জনকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version