বাংলার ভোর প্রতিবেদক
জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে যশোরে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী শিশু যোদ্ধাদের সম্মানে মৌসুমী ফলের আসর অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে যশোর সংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে সংগঠনের নিজস্ব কার্যালয় এই আসরে যশোর সংস্কৃতি কেন্দ্রের সদস্য সচিব অধ্যাপক আবুল হাশিম রেজা প্রধান অতিথি এবং যশোর সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা জিএম আবু ফয়সাল ও উপদেষ্টা গাউসুল আজম বিশেষ অতিথি ছিলেন।
আয়োজক সংগঠনের সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যশোর জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি অ্যাড. আলমগীর সিদ্দিকী, শিশু সাহিত্যিক ব্যাংকার জুবায়ের হুসাইন, মুক্তেশ্বরী সাহিত্য সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম, ব্যাংকার মুরতাজুল করিম, নাট্যকার কবিরুল হোসেন,
শিল্পী সানজিদ মাহমুদ সুমন, শিল্পী বিএম মমিনুর রহমান, সেলিম উদ্দিন, নাট্যকার বুরহান উদ্দীন ও শিশু যোদ্ধাদের মধ্যে তাসনুভা তাবাসসুম, উমায়রা আনোয়ারা, জুমায়রা আনোয়ারা, জাবিন আরা, জারিম হোসেন প্রমুখ।
এ সময় সকলকে আম, কাঁঠাল, জাম, আসফল, ড্রাগন ও পেয়ারা দিয়ে আপ্যায়ন করানো হয়। যশোর সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক অ্যাড. উবায়ের হোসাইন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।