সংবাদ বিজ্ঞপ্তি
৯ জনকে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সদস্যপদ প্রদান করা হয়েছে। বুধবার সংগঠনের নির্বাহী কমিটির সভায় পাঁচজনকে সদস্যপদ প্রদান করা হয়। এর আগে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত সভায় আরো চারজনকে সদস্যপদ প্রদান করা হয়। এছাড়া একজনের সদস্য পদের স্থগিত আদেশ প্রত্যাহার করা হয়।
সদস্যপদ প্রাপ্তরা হলেন- মোহাম্মদ হাকিম, দেবু মল্লিক, রুহুল আমিন, রেজওয়ান হক বাপী, আশিকুর রহমান শিমুল, আসাদুজ্জামান পাভেল, এনামুল হক, রাইসুল ইসলাম অপু ও আব্দুল্লাহ আল মামুন।এছাড়া ইলিয়াস সাজু বাদশার সদস্য পদের স্থগিত আদেশ প্রত্যাহার করা হয়।
এদিকে দেবু মল্লিককে ইউনিট চিফ করে যশোর সাংবাদিক ইউনিয়নের দৈনিক রানার ইউনিট অনুমোদন দেয়া হয়। বুধবার জেইউজে কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন জেইউজে সভাপতি মনোতোষ বসু। সাধারণ সম্পাদক এইচ আর তুহিনের পরিচালনায় বক্তব্য দেন- সহ-সভাপতি প্রদীপ ঘোষ, যুগ্ম সম্পাদক ইমরান হাসান টুটুল, কোষাধ্যক্ষ সফিক সাঈদ, নির্বাহী সদস্য জয়ন্ত বসু ও রেজাউল করিম রুবেল।