সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরা জেলা পোল্ট্রি ফিড দোকান মালিক সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের কাটিয়াস্থ আফতাব ফিড কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা পোল্ট্রি ফিড দোকান মালিক সমিতির সভাপতি মশিউর রহমান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাজাহান আলীর সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এস এম মাহবুবুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ নাজমুস সাকিব, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার প্রধান সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান, সুহাইন মাহদিন, মুবাশ্বির ফয়সাল। এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা পোল্ট্রি ফিড দোকান মালিক সমিতির উপদেষ্টা শেখ আশরাফুর রহমান ও মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, কোষাধ্যক্ষ স,ম এনামুল হাসান দিপু, নির্বাহী সদস্য দারা চৌধুরী, জিপু প্রমুখ। এসময় সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা বলেন, সামাজিক যোগাযোগ্য মাধ্যমে পোল্ট্রি যে দাম নির্ধারণ করা হয়েছে তা নেহায়েতই গুজব।

Share.
Exit mobile version