বেনাপোল সংবাদদাতা
এ মাসের প্রথম সপ্তাহে নান্দনিক আয়োজনের মাধ্যমে শামস্-উল-হুদা স্টেডিয়ামে যাশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ শুরু হবে। এ উপলক্ষে শার্শা উপজেলার অংশগ্রহণ বিষয়ক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৩টায় উপজেলা কনফারেন্সে রুমে নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসানের পরিচালনায় এ সভা শুরু হয়।
আটটি উপজেলাকে দু’টি গ্রুপে ভাগ করে নকআউট পদ্ধিতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেন, এই প্রথমবারের মতো যশোরে আয়োজন হতে যাচ্ছে, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। যশোরের হারানো ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনা ও তরুণ প্রজন্মকে মাঠমুখি করতে এ উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তাকে ধন্যবাদ জানায় তিনি আরও বলেন, একসময় যশোরের ফুটবলাররা শুধু ঢাকা নয়, কলকাতার মাঠেও দাপট দেখিয়েছেন।

প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কুদুস আলী বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ আলী শাহিন, সহ দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী, বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি শাহাবুদ্দিন।

আরও উপস্থিত ছিলেন, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবলুর রহমান বাবলু, শার্শা থানার তদন্ত ওসি শাহ আলম, বেনাপোল পোর্ট থানার এসআই রাসেদ, শার্শা উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, বেনাপোল ইউনিয়ন প্রশাসক নাজমুল হাসান, উপজেলা দলিল লেখক সভাপতি বুলবুল আহমেদ প্রমুখ।

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানারআপ দলের জন্য প্রাইজমানির পাশাপাশি প্রতিটি খেলার সেরা খেলোয়াড়কেও পুরস্কার প্রদান করা হবে। প্রতিটি খেলা শেষে অনুষ্ঠিত হবে র‌্যাফেল ড্র।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version