বাংলার ভোর প্রতিবেদক
গতকালের ঝড় ও শিলাবৃষ্টিতে যশোর জেলার বিভিন্ন উপজেলায় ফসলের ব্যাপক ক্ষতির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কাছে ক্ষতিপূরণের দাবিতে স্মারকলিপি দিয়েছে।
সোমবার সকাল সাড়ে দশটায় যশোরের কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, রোববার(২৮ এপ্রিল) দুপুরের ঝড় ও শিলাবৃষ্টিতে চৌগাছা উপজেলার ১২টি গভীর নলকূপের আওতাধীন জমি এবং এর বাইরের বহু জমির ধান ও ফলসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। একইসঙ্গে সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশেমপুর ইউনিয়নের ধান এবং ফলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদ ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য জেলা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে।
প্রতিনিধি দলে জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, সদর উপজেলার নেতা আব্দুস শুকুর, বাংলাদেশ কৃষক সমিতির জেলা নেতা এডভোকেট আমিনুর রহমান হিরু, ইঞ্জিনিয়ার আবু হাসান, বাংলাদেশ খেতমজুর কৃষক ফ্রন্টের রফিউদ্দিন, শাহজাহান আলী, হাচিনুর রহমান, আলাউদ্দিন, উজ্জ্বল বিশ্বাস এবং হুমায়ুন কবির সেতু প্রমুখ উপস্থিত ছিলেন।