বিবি প্রতিবেদক
যশোরের ঝিকরগাছায় ইজিবাইকের ধাক্কায় শিশু মাহিম হোসেন (৩) নিহত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে ঝিকরগাছা সদর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর পিতা মির্জাপুর গ্রামের মালেশিয়া প্রবাসী আলামিন হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাহিম রাস্তার ওপর খেলা করার সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে শিশু মাহিম হোসেনের বুকে ও মাথায় আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাকে চিকিৎসার জন্য ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে যশোর জেনারেল হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়য়।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া শিশু নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।
ইজিবাইক চালক চাঁপাতলা গ্রামের বিপুল হোসেন (৩০) ইজিবাইকসহ পলাতক রয়েছেন।

Share.
Exit mobile version