নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে।আজ (শুক্রবার) সকালে এই প্রতীক বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ।
উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার গতকাল সকালে জানান, ৯ মার্চ গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৫ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। অংশগ্রহণকারী যে সকল প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়েছে, তারা হলেন, আবুল কালাম আজাদ (টেলিফোন), প্রিন্স আহমেদ (আনারস), আশরাফ উদ্দীন (অটোরিকশা), ইমামুল হোসেন (চশমা) এবং সাইফুর রহমান এসএল সাইফ (মোটরসাইকেল)।
গদখালি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২ ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১১ হাজার ৫৯৬ জন পুরুষ এবং ১১ হাজার ৫৬৭ জন মহিলা ভোটারসহ সর্বমোট ২৩ হাজার ১৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী ৯ মার্চ সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজান আলী মোড়ল (৬০) গত ৭ নভেম্বর ২০২৩ ট্রেনে কাটা পড়ে মারা যান।