ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছায় মাদকাসক্তের দায়ের কোপে ব্যবসায়ী আহতের ঘটনায় উত্তেজিত এলাকাবাসীর বেদম প্রহরে মারা গেছেন মাদকাসক্ত রফিকুল ইসলাম (৫০)। তিনি বাঁকড়া সোনাকুড় গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানিয়েছেন, উপজেলার সোনাকুড় গ্রামের রফিকুল ইসলাম মাদকাসক্ত এবং মানসিক ভারসাম্যহীন।
বুধবার বেলা ১১ টার দিকে একই গ্রামের জহিরুল ইসলাম (৪২) বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে মাদকাসক্ত রফিকুল ইসলামের দায়ের কোপে গুরুতর আহত হলে তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতলে ভর্তি করা হয়।
এ ঘটনায় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে মাদকাসক্ত রফিকুল ইসলামকে বেদম প্রহার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাঈদ জানান, এলাকাবাসীর বর্ণনা অনুযায়ী নিহত ব্যক্তি মাদকাসক্ত এবং ভারসাম্যহীন।
রফিকুলের দায়ের কোপে এক ব্যবসায়ী আহত হওয়ার ঘটনায় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট করলে তিনি ঘটনাস্থলে মারা যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি।