ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছা উপজেলার পৌর সদরের বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমির প্রাথমিক বৃত্তি-২০২৪ এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্কুল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মহিউদ্দিন বিল্লাহ রুনুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেহেলী ফেরদৌস, সহকারী শিক্ষা কর্মকর্তা আসাদুল ইসলাম, সঞ্জয় ঘোষাল, মুমতাহীনা বিলকিস, নাজমুল হাসান, সহকারী ইন্সট্রাকটর তারিকুল ইসলাম, ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মুহিব্বুল ইসলাম, যশোর জেলা কিণ্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন, ঝিকরগাছা কিণ্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমির অধ্যক্ষ এস এম মাহবুবুল আলম, স্কুল পরিচালনা কমিটির সদস্য সাঈদ হাসান শামীম, আজগার আলীসহ স্কুলের সকল শিক্ষক কর্মচারী এবং অভিভাবকবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, যশোর জেলা কিণ্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ৩২ জন এবং সাধারণ গ্রেডে ৪২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এছাড়াও স্কুলের আভ্যন্তরীণ বৃত্তি পরীক্ষায় ১৫ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও ১৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট ও শুভেচ্ছা স্মারক স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।
শিরোনাম:
- বার্ধক্য হোক ভালোবাসার
- চারুপীঠকে আর্থিক অনুদান দিল জেসিএফ কর্মীরা
- কোটচাঁদপুর পরিবার পরিকল্পনা অফিসের উঠান বৈঠক
- জীবননগর জুয়েলার্স সমিতির শপথ অনুষ্ঠিত
- যশোরে খালেদা হত্যা মামলায় ‘দত্তক’ ছেলের নামে চার্জশিট
- যশোরে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা হাজির হলেও ক্লাস হয়নি
- যবিপ্রবিতে ইংরেজি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
- যশোরে যাত্রীবাহী বাস থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, যাত্রী আটক