বাংলার ভোর প্রতিবেদক
ঝিকরগাছায় ছিন্নমূল নারী-পুরুষের পাশে আস-সুন্নাহ ফাউণ্ডেশনের উদ্যোগে সোমবার স্থানীয় ঝিকরগাছা বি.এম. হাইস্কুল ময়দানের ইফতার সামগ্রি বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- আস-সুন্নাহ ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি শুয়াইব হাসান।
মুফতি শামীম মাহমুদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা থানার সেকেন্ড অফিসার এসআই মো. আলিমুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা ইমাম পরিষদের সহ-সভাপতি মাওলানা ইসহাক মাযহারী, ঝিকরগাছা বি.এম. হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক নাজমুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন- ঝিকরগাছা উপজেলা ইমাম পরিষদের সহ-সভাপতি মাওলনা সদর উদ্দিন, সাংবাদিক মাসুদ রানা, ঝিকরগাছা উপজেলা ইমাম পরিষদের প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মুশফিকুর রহমান প্রমুখ।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের ঝিকরগাছা প্রতিনিধি মুফতি সাইফুল ইসলাম যশোরী জানান, অন্তত ত্রিশ হাজার পরিবারকে ইফতারি সহায়তা প্রদানের অংশ হিসেবে সোমবার ৮০টি অসহায় হত-দরিদ্র পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ২ কেজি ছোলা, ১ কেজি খেজুর, ১ কেজি মুড়ি, ২ কেজি ডাল ও ১ লিটার সোয়াবিন তেল প্রদান করা হয়েছে।