ঝিকরগাছা সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দারুল উলুম কামিল মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওলামা মশায়েখ পরিষদের খুলনা বিভাগীয় ও খুলনা মহানগর শাখার সভাপতি হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে ওলামা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, যশোর-২ আসনের জামায়াতের সাংসদ সদস্য প্রার্থী মাওলানা আরশাদুল আলম।
এ সময় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশীদ, সেক্রেটারি নজরুল ইসলাম খান, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রকীম ও অধ্যাপক মশিউর রহমান, ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আকবার হুসাইন, সাবেক ইমাম ও খতিব মাওলানা ইসাহক, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা লুৎফর রহমান মাদানি, নাভারন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, নেঙ্গুরহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল ওহাব, ওলামা বিভাগের জেলা নেতা মাওলানা শফিকুর রহমান, ঝিকরগাছা ইসলামি ব্যাংকের ম্যানেজার খুরশিদ আলম, মাওলানা বজলুর রহমান, মাওলানা মাহাবুবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান, মাওলানা ফখরুল ইসলাম, পৌর আমীর আব্দুল হামিদসহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, বিভিন্ন মসজিদের ইমামগণ এ সময় উপস্থিত ছিলেন।