ঝিকরগাছা প্রতিনিধি
যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিনের নৌকা মার্কাকে জয়ী করতে ঝিকরগাছা ট্রাক টার্মিনালে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বৈঠকে আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানানো হয়।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামালের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন ডা. তৌহিদুজ্জামান তুহিনের স্ত্রী ডাক্তার তাসলিমা আহম্মেদ জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল কাদের আজাদ, সাবেক প্রচার সম্পাদক মোর্তজা ইসলাম বাবু, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী ও অ্যাডভোকেট এমদাদুল হক দুলু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম সুজন, পৌর কাউন্সিলর একরামুল হক খোকন, ঝিকরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরান রশীদ, যুবলীগ নেতা কামরুজ্জামান মিন্টু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা তাতী লীগের সভাপতি আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা সোহেল রানা প্রমুখ।
শিরোনাম:
- আ.লীগ নেতা শাহারুল আটক
- নাচে গানে শেষ হলো উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীর তিন দিনের অনুষ্ঠান
- যশোরে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- যশোরে তেভাগা আন্দোলন ও আজকের কৃষি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ‘বেদেনীর প্রেম’ বিমোহিত দর্শক
- ইসকন নিষিদ্ধের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল
- সবজির সরবরাহ বৃদ্ধিতে ক্রেতা স্বস্তির মাঝেও অসন্তোষ ভোজ্যতেলে
- জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল কাদেরের নির্বাচনী জনসভা ও মিছিল
