নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষ নদের পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার দিকে কপোতাক্ষ নদ থেকে ওই বৃদ্ধের মরদেহ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করেন।
উপজেলার মাঠশিয়া গ্রামের মানসিক প্রতিবন্ধী দিদার ভক্ত (৭২) আজ বিকেলের দিকে কপোতাক্ষ নদের ওপারে মণিরামপুর উপজেলায় মেয়ে-জামাইয়ের বাড়িতে যাওয়ার জন্য বের হন। একপর্যায় তিনি নদীতে নেমে নিখোঁজ হন। স্থানীয়রা খোঁজাখুজি করে না পেলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
ঝিকরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার রবিউল ইসলাম জানান, বৃদ্ধ দিদার ভক্ত নদে নেমে নিখোঁজ হয়। পরে সন্ধ্যা ছয়টার দিকে নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বাঁকড়া ইউপির চেয়ারম্যান মাস্টার আনিস-উর রহমান বলেন, বৃদ্ধ দিদার ভক্ত মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি নদের পানিতে নেমে ডুবে যান। একপর্যায় তিনি নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা নদ থেকে তার উদ্ধার করে।