ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সম্মিলিত কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঝিকরগাছা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় উপজেলা ও পৌর যুবদল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নী। উপস্থিত নেতাকর্মীদের উৎসাহ-উদ্দীপনা ও দোয়ার আবেগঘন পরিবেশ তার উপস্থিতিকে আরও প্রাণবন্ত করে তোলে।
এছাড়াও দোয়া মাহফিলে অংশ নেন, যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাড. ইসহাক, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহুরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, কাজী আব্দুস সাত্তার, সহ-সভাপতি শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ইসমাঈল হোসেন সোহাগ, সাবেক যুগ্ম আহ্বায়ক আশফাকুজ্জামান খান রনিসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আরাফাত কল্লোল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা ও সদস্য সচিব শাহিন আলম।

