ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা

শুক্রবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝিকরগাছা সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজে আয়োজিত উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ছালাউদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন কালব যশোরের সহকারী জেলা ব্যবস্থাপক হাফিজুর রহমান, অভয়নগর উপজেলার ব্যবস্থাপক রমা অধিকারী, ঝিকরগাছা উপজেলার ব্যবস্থাপক পলাশ কুমার কর। এছাড়া সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক এসএম আমিরুল ইসলাম, সহ-সভাপতি ইসমাইল হোসেন, সদস্য গোলাম সরোয়ার, কোরবান আলী, শওকত আলীসহ শতাধিক শিক্ষক কর্মচারী সদস্যরা উপস্থিত ছিলেন। সমিতির সাধারণ সম্পাদক এসএম আমিরুল ইসলাম সদস্যদের উদ্দেশ্যে ২০২২-২৩ সালের হিসাব বিবরণী উপস্থাপন করেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version