ঝিকরগাছা সংবাদদাতা
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদ্যোগে আগামী ১৪ নভেম্বর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সমাবেশ। এ সমাবেশ সফল করার লক্ষ্যে যশোরের ঝিকরগাছা শাখার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে ঝিকরগাছা ব্রিজ সংলগ্ন সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলার সাধারণ সম্পাদক আবু হাসান।

সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান বৈষম্যমূলক, লুটপাট ও দমনমূলক রাজনীতির অবসান ঘটিয়ে গণমানুষের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কৃষকের ন্যায্যমূল্য না পাওয়া, নারী নির্যাতন, ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সারাদেশে বাম গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, শ্রমজীবী মানুষের জন্য ন্যূনতম ২০ হাজার টাকা মজুরি, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সিপিবি লড়াই চালিয়ে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা সহ-সম্পাদক অ্যাড. আমিনুর রহ মান হিরু, জেলা কমিটির সদস্য আব্দুর রহিম, ঝিকরগাছা শাখা সম্পাদক ইব্রাহিম খলিল ও জেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক রাশেদ খান।

Share.
Exit mobile version