ঝিকরগাছা সংবাদদাতা
যশোর-২ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ২৭ জন অস্বচ্ছল, অসহায় ও গরীবদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন।
উপজেলা নির্বাহী কর্তকর্তা নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি আজহার আলী, সাজ্জাদ নূরুল হক বিন্তু প্রমুখ। অনুষ্ঠানে ২৭ জনকে ১ লাখ ৩৬ হাজার টাকা বিতরণ করা হয়েছে।