ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছা শংকরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলা শংকরপুর কুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ গণসমাবেশে সভাপতিত্ব করেন দলেরশংকরপুর ইউনিয়ন শাখার আমির মাওলানা আবুল বাসার। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা-চৌগাছা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আরশাদুল আলম।
তিনি বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করে ক্ষমতায় থাকতে চেয়েছিল ৪১ বছর। কিন্তু ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে। কিন্তু ফ্যাসিবাদীদের দোসররা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।
শংকরপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ ফয়জুর রহমানের সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীম, নায়েবে আমির হারুনর রশিদ, সেক্রেটারি মুহাম্মাদ নজরুল ইসলাম খান, ঝিকরগাছা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিজানুর রহমান, নাভারন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, সাবেক চেয়ারম্যান নিছার উদ্দীন।
এ সময় জামায়াত নেতা নুরনবী, মাওলানা ওমর ফারুক, কাজী আনোয়ার হুসাইন, মেহেদী হাসান, শংকরপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহাজান কবির, জামায়াত নেতা সাজু আহম্মেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।