ঝিকরগাছা সংবাদদাতা
যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় অম্বুলেন্সের ধাক্কায় বাবা-মেয়েসহ ৩ ভ্যানযাত্রী নিহত ও ভ্যানচালকসহ ২জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, বুধবার সকাল ৬টার দিকে যশোরের ঝিকরগাছার নবীবনর মোল্লা ফিলিং স্টেশনের সামনে।
নিহতরা হলেন, ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বামনআলী গ্রামের হাসান ইকবল (৪০), তার মেয়ে রত্না খাতুন (১১) ও গদখালী জিয়ালাপাড়া গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা বেগম (৫০)।
আহত হয়েছেন নিহত হাসান আলীর স্ত্রী হালিমা খাতুন (৩০) ও পানিসারা ইউনিয়নের সৈয়দপাড়া গ্রামের বাসিন্দা ভ্যান চালক বাবলু মিয়া (৩৫)। আহতদের অবস্থা আশংকাজনক।
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান রিপন বলেন- অ্যাম্বুলেন্সটি (ঢাকা মেট্রো – ছ ৭১-৫১১৯) বেনাপোল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যান গদখালী থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। এ সময় যশোর-বেনাপোল মহাসড়কের নবীবনগরে মোল্লা ফিলিং স্টেশনের সামনে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে আমরা তাদেরকে উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্ষে নিয়ে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত ভ্যানচালক বাবলু ও নিহত হাসানের স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান-অ্যাম্বুলেন্সটি আটক করা হলেও চালক পালিয়েছেন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে লাশ ৩টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।