প্রতিবেদক, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জাগরণী আওয়ার স্কুলের অধ্যক্ষ আজিজুল হক সভাপতি এবং আব্দুস সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমসের অধ্যক্ষ মাসুমা আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল বিকেলে সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমসের মিলনায়তনে ঝিকরগাছা উপজেলার ১৮ টি কিন্ডারগার্টেন স্কুল সমূহের প্রধানদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমসের সভাপতি একেএম শফিউল আজম রুমি।
জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সার্বিক তত্ত্বাবধানে কমিটি গঠন করা হয়। কমিটি গঠন পূর্ব সভায় বক্তব্য রাখেন জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি জসীম উদ্দিন খান, অধ্যক্ষ মাসুমা মিম, জাগরণী আওয়ার স্কুলের অধ্যক্ষ আজিজুল হক, অধ্যক্ষ বজলুর রহমান প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। তারা হলেন সভাপতি আজিজুল হক – জাগরনী আওয়ার স্কুল, সহ সভাপতি মাহাবুব আলম মন্টু, মোতাসিম বিল্লাহ, বজলুর রহমান, মুন প্রি-ক্যাডেট স্কুল, সাধারণ সম্পাদক সামাদ মেমোরিয়ালের মাসুমা মিম, যুগ্ন সম্পাদক আইডিয়াল ক্যাডেট স্কুলের নাসরিন আকতার ও নতুন কুঁড়ির রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অনিক ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমাজ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমসের অধ্যক্ষ মাসুমা মিম।

Share.
Exit mobile version