ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াতের উদ্যোগে বাৎসরিক পরিকল্পনা বাস্তবায়ন-২০২৫ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে লাউজানী আল হেলাল ট্রাস্ট কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা*চৌগাছা জমায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আশরাদুল আলম।
এ সময় তিনি বলেন, কোরআনের আইন বাস্তবায়নে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে। ওয়ার্ড ও ইউনিট প্রধানদের করণীয় বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।
কর্মপরিকল্পনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন। উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুন আর রশিদ, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রকিম, কর্ম পরিষদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা কর্ম পরিষদ সদস্য আবিদুর রহমান, নাভারণ ইউপির সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, মাওলানা ইমদাদুল হক, আব্দুল হামিদ।
এছাড়া ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি, ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি, ইউনিট সভাপতিগণ এ সময় উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- বেনাপোল স্থলবন্দর : ছয়মাসে পণ্য আমদানি কমেছে ৮৪২৩ মেট্রিক টন
- চারুপীঠ আর্ট গ্যালারিতে ৪৫ শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী
- অপরাধ দমনে খুলনা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ যশোর জেলা পুলিশ
- যশোর পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদলের প্রাক্তন নেতাকর্মীর মিলনমেলা
- ‘মধুমেলায়’ জুয়া খেলার অপরাধে পাঁচ জনকে জরিমানা
- যশোর ব্লাড ব্যাংকের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আহ্বায়ক অ্যাড. দেবাশীষ দাস ও সদস্য সচিব নির্মল কুমার বিট
- যশোরে সৌখিন খামারি উদ্যোক্তা সম্মেলন ও মিলন মেলা অনুষ্ঠিত