ঝিকরগাছা সংবাদদাতা
ঝিকরগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের একাংশের নেতৃবৃন্দ ঘোষিত তফশিল বাতিলের দাবিতে ঝিকরগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অশোক কুমার দত্ত। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ২০১৯ সালে হওয়া ত্রিবার্ষিকী কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০২২ সালে। অথচ সেই কমিটি এখনো চলমান রেখে আগামী ১৪ ফেব্রুয়ারি নতুন নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়েছে।
উক্ত নির্বাচনী তফশিল বাতিলসহ একটি আহবায়ক কমিটির মাধ্যমে উপজেলার সকল ইউনিয়নের নতুন কমিটিপূর্বক ভোটার তালিকা হালনাগাদ করে কমিটি গঠনের দাবিও করেন তিনি।
ইতিমধ্যে জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি বাবু দিপংকর দাস রতন ও সাধারণ সম্পাদক বাবু তপন ঘোষের কাছে লিখিত আবেদন করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন উপস্থিত নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, পৌর পুজা পরিষদের সাবেক সভাপতি বাবু সুব্রত সেন মনি, সাবেক সাধারণ সম্পাদক বাবু নারায়ন অধিকারী, সাবেক সহ-সভাপতি বাবু মিলন দে, সাবেক পৌর কাউন্সিলর নিমাই চন্দ্র ঘোষ, উপজেলা কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ দত্ত।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন, জেলা ও উপজেলা কমিটির যোগসাজসে বর্তমান তফশিল ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দিপংকর দাস রতন বলেন, বিষয়টি নিয়ে তিনি কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনার জন্য ঢাকাতে রয়েছেন। কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত জানানো হবে। তবে সেই সিদ্ধান্ত জানানোর আগেই সংবাদ সম্মেলন করা খুবই দুঃখজনক।
শিরোনাম:
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম জন্মদিন
- জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্জ্বালন
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে যশোর জেলা প্রশাসনের নানা কর্মসূচি
- কেশবপুরে জামায়াতের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- যশোরের সাবেক পৌর কাউন্সিলর বাবুল ছুরিকাহত
- যশোরে মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে সিটিআইপি সদস্যরা
- একটি চক্র পরিকল্পিতভাবে নির্বাচন নিয়ে চক্রান্ত করছে : নার্গিস বেগম
- সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও মুরাদনগরে ধর্ষণের প্রতিবাদে যশোরে মানববন্ধন