ঝিকরগাছা সংবাদদাতা
ঝিকরগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের একাংশের নেতৃবৃন্দ ঘোষিত তফশিল বাতিলের দাবিতে ঝিকরগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অশোক কুমার দত্ত। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ২০১৯ সালে হওয়া ত্রিবার্ষিকী কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০২২ সালে। অথচ সেই কমিটি এখনো চলমান রেখে আগামী ১৪ ফেব্রুয়ারি নতুন নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়েছে।
উক্ত নির্বাচনী তফশিল বাতিলসহ একটি আহবায়ক কমিটির মাধ্যমে উপজেলার সকল ইউনিয়নের নতুন কমিটিপূর্বক ভোটার তালিকা হালনাগাদ করে কমিটি গঠনের দাবিও করেন তিনি।
ইতিমধ্যে জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি বাবু দিপংকর দাস রতন ও সাধারণ সম্পাদক বাবু তপন ঘোষের কাছে লিখিত আবেদন করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন উপস্থিত নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, পৌর পুজা পরিষদের সাবেক সভাপতি বাবু সুব্রত সেন মনি, সাবেক সাধারণ সম্পাদক বাবু নারায়ন অধিকারী, সাবেক সহ-সভাপতি বাবু মিলন দে, সাবেক পৌর কাউন্সিলর নিমাই চন্দ্র ঘোষ, উপজেলা কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ দত্ত।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন, জেলা ও উপজেলা কমিটির যোগসাজসে বর্তমান তফশিল ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দিপংকর দাস রতন বলেন, বিষয়টি নিয়ে তিনি কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনার জন্য ঢাকাতে রয়েছেন। কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত জানানো হবে। তবে সেই সিদ্ধান্ত জানানোর আগেই সংবাদ সম্মেলন করা খুবই দুঃখজনক।
শিরোনাম:
- প্রান্ত সীমায়…বরকতময় ক্ষমার মাস
- অভয়নগর ও মণিরামপুর থানার ভোটকেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার
- যশোরে পালিত হলো পৃথিবী ও কলা বিপ্লব দিবস
- শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হলেন জিল্লুর রশীদ
- এএএম জাকারিয়া মিলনের স্মরণসভা অনুষ্ঠিত
- গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোটের আহ্বান জানালেন সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম
- যশোরে ঢাবি শিক্ষার্থী ফোরামের উদ্যোগে কম্বল বিতরণ
- অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ক্রীড়া কর্মসূচি

