ঝিকরগাছা সংবাদদাতা
স্তন ক্যান্সার, অল্প বয়সী নারীদেরও বাড়ছে ঝুঁকি, সচেতন হই, স্তন ক্যান্সার থেকে মুক্ত রই, এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা মহিলা কলেজ (অনার্স) অডিটোরিয়ামে বৃহস্পতিবার বেলা ১১ টায় স্তন ক্যান্সার মুক্ত থাকার জন্য সচেতনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝিকরগাছার কৃতি সন্তান, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার আশিকুর রহমানের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইলিয়াস উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহম্মদ আশরাফ উজ জামান মাহমুদ।

অনুষ্ঠানের উদ্যোক্তা ও প্রধান আলোচক ডাক্তার আশিকুর রহমান তাঁর বক্তব্যে বলেন, এখন অল্প বয়সী অনেক মেয়ে স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। সামাজিক সচেতনতা না বাড়ালে এই রোগ প্রতিরোধ করা সম্ভব নয়। স্তন ক্যান্সার প্রতিরোধের মূলমন্ত্র হলো সচেতনতা, সময়মতো পরীক্ষা ও নিজের প্রতি যত্নশীলতা। প্রতিটি নারী যদি নিজের স্বাস্থ্য সচেতনতার অভ্যাস গড়ে তোলেন তাহলে একটি ক্যান্সারমুক্ত সমাজ গঠন করা সম্ভব। এজন্য তিনি সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রতি জোরদান করেন।

কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী রেজওয়ানা কন্ঠ, রুবাবা মর্মের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহিলা স্তন ক্যান্সার সহধর্মিনী হারানো সহকারী অধ্যাপক আব্দুল হাকিম, নুরুন্নাহার ফরিদা, সাহারা ইয়াসমিন এবং স্তন ক্যান্সার জয়ী অত্র কলেজের ছাত্রী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাসিমা খাতুন। এ সময় কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version