ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছা মহিলা (অনার্স) কলেজের ৬ জন অফিস সহায়কের অনাড়ম্বরপূর্ণ পরিবেশে বিদায় অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় কলেজের শিক্ষক মিলনায়তনে ৬ অফিস সহায়কের এ বিদায় অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইলিয়াস উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক আব্দুল হাকিম, খলিলুর রহমান, নুরুন্নাহার ফরিদা, আমিনুর রহমান পিন্টু, জাহাঙ্গীর কবির, আসাদুজ্জামান, হাফিজুর রহমান এবং বিদায়ী অফিস সহায়ক কাজী দেলোয়ার হোসেন দিলু।
কাজী দেলোয়ার হোসেন দিলুর বিদায় অনুষ্ঠানে ইতিপূর্বে বিদায় অনুষ্ঠানের মাধ্যমে বিদায় না হওয়া মিসেস বুলবুলি, মোজাম্মেল হোসেন কানন, মমিনুর রহমান, মরহুম বদরুন্নেছা, মরহুম আবু সিদ্দিক সাজুদেরকেও আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।