ঝিনাইদহ প্রতিনিধি
নির্বাচনী সহিংসতায় ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মী বরুন ঘোষকে কুপিয়ে হত্যার ঘটনা ভিন্নখাতে নিয়ে যাওয়ায় মানববন্ধন করেছে নিহতের সহপাঠী, স্বজন ও এলাকাবাসী। বরুণ ঘোষ হত্যায় জড়িতদের আটক ও শাস্তির দাবিতে শহরের পোস্ট অফিস মোড়ে বুধবার সকালে এ কর্মসূচির আয়োজন করে এসএসসি ৯৪ ব্যাচ ঝিনাইদহের শিক্ষার্থীরা।
হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পার হলেও থানায় মামলা না হওয়ায় পুলিশ কাউকে আটক করতে পারেনি বলে জানান।
ঝিনাইদহ-২ আসন থেকে ঈগল প্রতীক নিয়ে সদ্য বিজয়ী স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদি মহুল তার দলীয় কর্মী বা সমর্থকরা এর সাথে আদৌ সংশ্লিষ্ট নন বলে দাবি করেছেন। অত্যন্ত বেদনাদায়ক ও মর্মস্পর্শী বিষয় উল্লেখ করে এই ঘটনায় তিনি গভীরভাবে শোক প্রকাশ করেছেন। এই বর্বর ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি জঘন্য হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং হত্যাকাণ্ডের সঠিক বিচারের জন্য বরুনের পরিবারের প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি জানান, এ হত্যাকাণ্ডকে একটি স্বার্থান্বেষী মহল ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে যেটি আদৌ কাম্য নয়। সংঘাত নয়-শান্তির ম্যাধমে আমরা যখন আমাদের কর্মকাণ্ডকে এগিয়ে নিতে চাই ঠিক সেই সময়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে জনগণের বিপুল ভোটে জয়লাভ করার পর পরই একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বিভিন্ন অপ্রীতিকর সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে এবং ঈগল প্রতীক সমর্থকদের দায়ী করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে তিনি জেলা ও পুলিশ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এদিকে, ঝিনাইদহ পুলিশও এ পর্যন্ত নিশ্চিত হতে পারেনি কেন বরুণ ঘোষ খুন হয়েছেন। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শাহীন উদ্দিন জানান, তারা তিনিটি বিষয়কে হত্যাকাণ্ডের জন্য প্রাথমিকভাবে মনে করছেন। প্রথমত: বরুণ ঘোষ তার বাড়ির জমিজমা সংক্রান্ত বিষয়ে সমস্যায় ছিলেন যা পুলিশ অবগত। দ্বিতীয়ত: যেহেতু তিনি ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত- সে কারণেও হত্যাকান্ডের মত ঘটনা অস্বাভাবিক নয়। তৃতীয়ত: রাজনৈতিক বিষয়টিও এড়িয়ে দেয়া যায়না। যেহেতু এপর্যন্ত থানায় লিখিত কোন অভিযোগ আসেনি। পুলিশ সেকারণে মামলা গ্রহন বা কাউকে আটক করতে পারেনি। তবে অল্প সময়ের মধ্যেই ঘটনা উদঘাটন এবং খুনিকে আইনের আওতায় আনা যাবে বলে জানান ওসি।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় শহরের হামদহ এলাকার মাঝিপাড়া মহাসড়কে পৌঁছালে একদল দুবৃর্ত্ত বরুণ ঘোষকে কুপিয়ে ফেলে রেখে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনের পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী তাহজিব আলম সিদ্দিকী সমির সমর্থক ছিলেন বলে প্রতিবেশীরা জানান।
শিরোনাম:
- আলুর দাম লাগামহীন ভোক্তার নাভিশ্বাস
- শীতে ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম
- একটা সংস্কার কমিটি দিয়ে সংবিধান সংস্কার সম্ভব না: মির্জা ফখরুল
- নিখোঁজের ৩ দিন পর কপোতাক্ষ নদে মিলল বৃদ্ধার মরদেহ
- কৃষ্ণনগরে আরাফাত কোকো স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন রতনপুর
- পাখির সাথে মানুষের ভালোবাসার গল্প !
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়