বারবাজার (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব।
এ সময় মাদক ব্যবসায়ী উপজেলার পিরোজপুর গ্রামের আনোয়ার হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং একই গ্রামের আয়ুব আলীকে ২ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারবাজার রেলস্টেশন এলাকায় মাদক কেনাবেচা ও সেবন করার তথ্য পেয়ে অভিযান চালানো হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version