স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে যশোরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন শ্রমজীবী মানুষেরা। রিকশাচালক, দিনমজুর, ভ্যানচালক থেকে শুরু করে খেটে খাওয়া সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বৃষ্টির কারণে কাজ না পেয়ে তাদের দৈনন্দিন আয় কমে গেছে। ফলে পরিবার-পরিজন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।
শহরের শংকরপুর, টিবি ক্লিনিক, খড়কিসহ বেশ কিছু এলাকার সড়ক ও নিচু এলাকার বাসা বাড়িতে পানি জমে গেছে। এতে একদিকে যেমন যান চলাচল ব্যাহত হচ্ছে। তেমনি অন্যদিকে শ্রমজীবী মানুষেরা কাজে বের হতে পারছেন না। যারা রিকশা বা ভ্যান নিয়ে বের হচ্ছেন, তাদেরও যাত্রী পাওয়া কঠিন হয়ে পড়েছে।
শহরের নিউমার্কেট এলাকার রিকশাচালক জয়নাল মিয়া জানান, সকাল থেকে একটাও ভাড়া পাইনি। বৃষ্টিতে রাস্তায় মানুষজন নেই। আর যারা বেরোচ্ছেন, তারাও হেঁটে যাচ্ছেন। ছেলেমেয়ে নিয়ে কিভাবে চলবো বুঝতে পারছি না।
একই কথা বললেন দিনমজুর ইসহাক আলী। তিনি বলেন, প্রতিদিন যেখানে ৫ থেকে ৭শ টাকা আয় করতাম।সেখানে গত তিনদিন ধরে কোনো কাজই পাচ্ছি না। ঘরে চাল-ডাল কেনার টাকাও নেই।
অনেক দোকানেও ক্রেতার অভাবে বিক্রি কমে গেছে। ক্ষুদ্র ব্যবসায়ী ও ফুটপাতের দোকানদাররাও ক্ষতির মুখে পড়েছেন। বৃষ্টির কারণে তাদের পণ্য নষ্ট হচ্ছে এবং বিক্রি না হওয়ায় পুঁজি হারানোর ভয় দেখা দিয়েছে।
জজকোর্ট মোড়ের চায়ের দোকানি আব্দুল হালিম বলেন, বৃষ্টির কারণে সকাল বেলা দোকান খুলতে পারিনি। বেশ কয়েকদিন লাগাতর বৃষ্টি। লোকজনও বাইরে কম। কেনাবেচা ঠিক মত হচ্ছে না।
যশোর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার ১৯ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন আকাশ মেঘলাসহ হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।