গোপালগঞ্জ প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছেন। বৃহস্পতিবার বিকেল ৪টায় তিনি এখানে এসে পৌঁছান। এরপর ছোট বোন শেখ রেহানা ও পরিবারের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী বিকেলে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু ও অন্যান্য শহীদদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করে মোনাজাত করেন।
পুষ্পষ্পবক অর্পণের পর তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আলবেলী আফিফা, জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপেজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী সন্ধ্যায় তাঁর নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে বৈঠক করন। এছাড়া আজ সকালে প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
শিরোনাম:
- বাংলার মাটিতে কখনো মৌলবাদের স্থান হয়নি : নার্গিস বেগম
- কল্যাণ রাষ্ট্র গঠনে শিক্ষকরাই মূল চালিকাশক্তি : ভিপি কাদের
- নির্বাচনি জনসভা সফল করতে জরুরি সভা
- যশোরে মানব পাচার প্রতিরোধে কর্মীদলের সভা অনুষ্ঠিত
- যশোরে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল পৌর কর্তৃপক্ষ
- মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে যশোরে সেমিনার
- ঝিকরগাছায় হাইমাস্ট টাওয়ার লাইট স্থাপন কাজ উদ্বোধন
- বেগম খালেদা জিয়ার স্মরণে জেইউজের দোয়া মঙ্গলবার

