নাজমুল হুদা
ট্যাকসেস বার এসোসিয়েশন যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ ফেব্রুয়ারি। নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোয়নপত্র জমা দেয়ার শেষ দিনে মনোয়নপত্র জমা দিয়েছেন দুই প্যানেলের প্রার্থীরা। বিষয়টি নিশ্চিত করেছেন ট্যাকসেস বার এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ইসহক।
নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকারী তাজু-বোরহান পরিষদের সদস্যরা হলেন, সভাপতি শেখ তাজ হোসেন, সহ- সভাপতি কাজী সাদাত হাসান শাহরিয়ার ও জামমাতুল ফেরদৌস, সাধারণ সম্পাদক বোরহান দিদন সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক প্রবীর চক্রবতী ও রফিকুজ্জামান, অর্থ সম্পাদক আমিরুল ইসলাম (তন্ময়), সদস্য সাজেদুর রহমান শান্ত, শেখ নাজমুল হুদা, শাহানাজ সুলতানা (রিনা), শাহজাহান কবীর খান, আশরাফুল আলম, সুলতানা মেহের নিগার (সাকি), আলীবুদ্দিন খান (আলী) এবং নিউটন মন্ডল।
অপরদিকে, চিরন্তন মল্লিক ও বিএম আলমগীর সিদ্দিকী সবুজ পরিষদের সদস্যরা হলেন, সভাপতি এ্যাড. চিরন্তন মল্লিক, সহ-সভাপতি আল ইসলাম ও গোপীনাথ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক বিএম আলমগীর সিদ্দিকী সবুজ, সহ সম্পাদক ইসতিয়াক আহমেদ ও আব্দুল হালিম, অর্থ সম্পাদক ইফতেখার আলম রিপন এবং সদস্য এ্যাড. শাহজাহান আলী বিশ্বাস, আবুল কালাম, শফিকুল ইসলাম, শ্যামল কুমার মজুমদার, তারিক এনাম, ফাহিম রাজ, জাহিদুর রহমান (জুয়েল), জামাল হোসেন (শিমুল)।
ট্যাকসেস বার এসেসিয়েশনের নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়পত্র জমা ও বাছাই ছিল গতকাল সকাল ১০ থেকে ২টা পর্যন্ত। আপিল ও নিস্পত্তি শুনানি ৭ ফেব্রুয়ারি। ১১ ফেব্রুয়ারি মনোনয়নপ্রত্র প্রত্যাহার। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি। এসোসিয়েশনের নিজম্ব কার্যালয়ে ভোটগ্রহণ হবে ২০ ফেব্রুয়ারি দুপুর ১২ থেকে বিকেল ৪টা পর্যন্ত। এদিন এসোসিয়েশনের ১২১ জন সদস্য তাদের নেতা নির্বাচন করবেন।
শিরোনাম:
- কোটচাঁদপুর সরকারি কলেজ ছাত্রশিবিরের নবীণবরণ
- হাইকোর্টের আদেশ উপেক্ষা : ফ্যাসিস্টের রিপ্লেসে ‘দখল’ যশোর সিটি ক্যাবল
- যশোরে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- মণিরামপুরের গৃহবধূকে আত্মহত্যা প্ররোচনা স্বামী-শ্বশুরের নামে চার্জশিট
- চোখে ‘শর্ষে ফুল’ দেখা সাজেদার এখন ফুলেল জীবন
- মৌমাছি স্কুলে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
- যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি সংবর্ধনা
- সংগ্রামী রূপা খাতুনের সাবলম্বী হওয়ার গল্প