ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছায় জেলা পরিষদের সরকারি ডাকবাংলোর জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে দারুল উলুম কামিল মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে বুধবার জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রাচীরঘেরা সরকারি ডাকবাংলোর জমিতে কোনো ধরনের লিজ বা ইজারা ছাড়াই ১৬ মিলি রড ব্যবহার করে দোকানঘর আদলে ভবন নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এর আগেও একই জমিতে দোকান ও রেস্তোরাঁ নির্মাণ করে ভাড়া দেয়া হয়েছিল বলে দাবি করেন তারা।

এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মহিব্বুল ইসলাম জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরাদ্দকৃত ১২ লাখ টাকা দিয়ে টিনশেডের নামাজের ঘর নির্মাণ করা হচ্ছে। তবে সরকারি জমিতে স্থায়ী স্থাপনা নির্মাণের অনুমতির বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

মাদ্রাসার সভাপতি ও এডিসি (শিক্ষা) খান মাসুম বিল্লাহ জানান, বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরে অধ্যক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছেন এবং পূর্বে তিনি এ বিষয়ে অবগত ছিলেন না।

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, ভবন নির্মাণ শেষ হলে প্রাচীর ভেঙে দোকানঘর ভাড়া দেয়া হতে পারে। বিষয়টি জেলা প্রশাসকের নজরে আনা হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এরই মধ্যে জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন জানান, পুরাতন ডাকবাংলোর সংস্কার কাজ বর্তমানে চলমান রয়েছে।

Share.
Exit mobile version